পঞ্চগড়ে নিখোঁজের ৫ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজের পাঁচ দিন পর মাটির নিচ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2021, 01:28 PM
Updated : 9 Jan 2021, 02:18 PM

র‌্যাব ১৩-এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের পর শনিবার ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন তারা।

সিফাত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোট দাপ গ্রামের সফিকুল ইসলামের ছেলে। দিনাজপুর আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

র‌্যাব কর্মকর্তা রেজা আহমেদ সাংবাদিকদের বলেন, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় সিফাত ব্যাডমিন্টন খেলতে গিয়ে নিখোঁজ হন। তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ তাদের বাড়ির পাশেই মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিবেশী মতিউর রহমান (২০) মোখলেছার রহমান ও তার স্ত্রী ময়না বেগমসহ চারজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, নিখোঁজের পর তার বাবার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি কলেছিলেন গ্রেপ্তারকৃতরা।

“অভিযোগ পেয়ে র‌্যাব ১৮ ঘণ্টার মধ্যে লাশ উদ্ধার ও খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন বলেন, র‌্যাব চারজনকে পুলিশে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।