ফরিদপুরে আ.লীগের সংঘর্ষ থামাতে পুলিশের অর্ধশতাধিক গুলি

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশতাধিক গুলি ছুড়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 01:19 PM
Updated : 8 Jan 2021, 01:19 PM

উপজেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও মো. সাহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে উভয়পক্ষ স্বীকার করেছে।

মো. হাবিবুর রহমান উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান  চেয়ারম্যান আর মো. সাহিদুজ্জামান সাবেক চেয়ারম্যান।

সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, “মাঝারদিয়া গ্রামে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৫৬টি শর্টগানের গুলি, ১৪টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি সাউন্ড গ্রেনেট ছুড়েছে।”

তিনি বলেন, এলাকায় এখনও উত্তেজনা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে এলাকাবাসী জানিয়েছে।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন বলেন, “বৃহস্পতিবার সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামানের সমর্থকরা আমাদের এক সমর্থককে মারধর করেন। এ নিয়ে বিকালে সংঘর্ষ হয়। শুক্রবার সকালে আমাদের আরেক সমর্থককে মারধর করেন সাহিদুজ্জামানের সমর্থকরা। এ নিয়ে ফের সংঘর্ষ হয়।”

মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মাঝারদিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান হাবিবুর রহমানের সমর্থকরা আমাদের এক সমর্থকের বাড়িঘর ভাঙচুর করেছেন। এছাড়া তারা আমাদের সমর্থকদের ধাওয়া দিয়েছেন। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ”

তিনি এলাকায় শান্তি বজায় রাখার জন্য সব সময় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান।