সুনামগ‌ঞ্জে জলমহাল দখলের সংঘর্ষে নিহত ১

স‌ুনামগ‌ঞ্জের ধর্মপাশা উপ‌জেলায় জলমহাল দখলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হ‌য়ে‌ছেন অন্তত ১০ জন।

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 04:34 PM
Updated : 7 Jan 2021, 04:34 PM

বৃহস্প‌তিবার রাতে সোনই নদী জলমহাল এলাকায় এই সংঘ‌র্ষ হয় ব‌লে অতি‌রিক্ত পু‌লিশ সুপার হায়াত-উন-নবী।

‌নিহত শ্যাম চরণ বর্মণ (৬০) সোনই গ্রা‌মের বা‌সিন্দা। তাৎক্ষ‌ণিকভা‌বে আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সোনই মৎসজীবী স‌মি‌তি উপ‌জেলা প্রশাসন থে‌কে ইজারা নেন সোনই নদী জলমহাল। প‌রে সোনই মৎসজীবী স‌মি‌তির লোকজন দুইভা‌গে বিভক্ত হ‌য়ে প‌ড়ে। জলমহল দখল নি‌য়ে এই দুই প‌ক্ষ এখন বি‌রো‌ধে জ‌ড়ি‌য়েছে।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার হায়াত-উন-নবী জানান, বিরো‌ধের জের ধ‌রে বৃহস্প‌তিবার রাতে দুই প‌ক্ষের লোকজন ‌দেশি অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই শ্যাম চরণ বর্ম‌ণের মৃত্যু হয়। আহত হয় আরও ১০ জন।

প‌রে ধর্মপাশা থানা পু‌লিশ গি‌য়ে পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে বলে জানান এই পু‌লিশ কর্মকর্তা। 

হায়াত-উন-নবী জানান, পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে‌ছে। জলমহাল এলাকায় অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়েছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত আ‌ছে।