নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

নারায়ণগঞ্জে একটি দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডারে গ্যাস ভরতি করার সময় বিস্ফোরণে এক কর্মচারী প্রাণ হারিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 10:35 AM
Updated : 7 Jan 2021, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদমারী এলাকায় ‘সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন’ দোকানে এই বিস্ফোরণ হয়।

নিগদ রফিকুল ইসলামের (৫০) বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন’ নামের ওই দোকানে কার্বন ডাই অক্সাইড ভরতি সিরিন্ডার (অগ্নিনিবার্পণ যন্ত্র) নতুন বিক্রি করা হয় এবং পুনভরতি করা হয়।

“দুপুরে ওই দোকানে একটি সিরিন্ডার ভরতি করার সময় বিস্ফোরণে দোকান কর্মচারীর মাথায় লেগে মগজ বের হয়ে মৃত্যু হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিনির্বাপণ যন্ত্রে সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্দিষ্ট চাপ ও তাপে ভরতি করতে হয়। ওই দোকানে সিলিন্ডারে গ্যাস ভরতি করার সময় বিস্ফোরণে দোকান কর্মচারীর মাথা উড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরিত সিলিন্ডারটি অত্যন্ত পুরনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের চাপে বিস্ফোরণের ঘটনা ঘটে।