লালমনিরহাটে আগুনে পুড়ল কৃষি দপ্তরের যন্ত্রপাতি

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন লেগে ‘ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে’।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 02:47 PM
Updated : 5 Jan 2021, 02:47 PM

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম শাহীন জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটলে তাদের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

কৃষি কর্মকর্তারা জানান, তারা হঠাৎ করেই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। আর ভেতরে গিয়ে আগুন দেখতে পান। তারা অগ্নিকাণ্ডের কারণ বলতে পারেননি।

আগুনে ‘ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে’ বলে জানালেও ক্ষতির পরিমাণ বলতে পারেননি তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাহিদুল বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

অগ্নিকাণ্ডের কারণ বলতে পারেননি তিনি।

তবে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে আগুনে মূল্যবান জিনিসপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”