সজনে গাছের ডাল ভাঙার জেরে সংঘর্ষে প্রাণ গেল স্কুল ছাত্রের

আটকে যাওয়া ব্যাডমিন্টনের কর্ক নামাতে সজনে গাছের ডাল ভাঙার জেরে সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 07:43 AM
Updated : 5 Jan 2021, 07:43 AM

জামালপুরের ইসলামপুরে এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মঙ্গলবার ভোরে শেরপুর সদর থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুবেল মোল্লা (১৬) চর গোয়ালিনী ইউনিয়নের পয়স্তীর চর গ্রামের আমিন মোল্লার ছেলে। রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

গ্রেপ্তাররা হলেন, স্থানীয় নুরুল ইসলাম মন্ডলের ছেলে এমদাদুল (৩৫) এবং বাবলা (২৫)।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে রুবেল বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন। এক পর্যায়ে নুরুল ইসলাম মন্ডলের সজনা গাছে কর্ক আটকে যায়।

সজনা গাছের ডাল ভেঙে রুবেল কর্ক নিয়ে আসেন। এতে নুরুল মন্ডলের লোকজন রুবেলকে প্রথমে মারধর করে। পরে একে কেন্দ্র করে আমিন মোল্লা এবং নুরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে রুবেল গুরুতর আহত হন। তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টায় রুবেল মারা যান বলেন তিনি।

এছাড়া সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছে।

নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।  

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সুমন বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।