চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীতে নানা আয়োজন

চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 09:56 AM
Updated : 4 Jan 2021, 10:03 AM

১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবটি ২০২০ সালে ৫০ বছর পূর্ণ হয়।

এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ও কালিবাড়ী শপত চত্ত্বর ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারীসহ জেলার জেষ্ঠ্য সাংবাদিকরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও প্রেসক্লাবের মৃত নেতাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এরপর বেলা ১১টায় থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর পাড়ে ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে সাংবাদিক ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্রিকেট খেলা অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হয়।