স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: মাদারীপুরে দুজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে নয় বছর আগে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 08:58 AM
Updated : 4 Jan 2021, 05:10 PM

মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দিলরুবা সুলতানা

সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কোর্টবাড়ি কোর্টবাড়ি এলাকার জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা (২২) ও একই গ্রামের নুরু মোল্লার ছেলে মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪)।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) মোছলেম আলী আকন জানান।

মামলার বিবরণে বলা হয়, সদর উপজেলার কোর্টবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ২০১২ সালের ২৭ নভেম্বর কোর্টবাড়ি উত্তরকান্দি জামে মসজিদের কাছের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে পরদিন মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ মিলন ও মধুকে এ ঘটনায় গ্রেপ্তার করলে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।

পরে ২০১৩ সালের ৩ ফেব্রয়ারিতে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।