গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 08:22 AM
Updated : 4 Jan 2021, 08:33 AM

সদর উপজেলার হোতাপাড়া এলাকায় রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

মনীষা বলেন, ফু-ওয়াং ফুডস লিমিটেডের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য (বেকারি পণ্য) উৎপাদন করছে খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কারখানার ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুট এবং কেকসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করার সত্যতা পাওয়া গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও খাবার খোলা রাখার অভিযোগে স্থানীয় 'নিউ বনবিলাস রেস্টুরেন্ট' নামের এক খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।