যুক্তরাজ্য থেকে আসা ৪২ যাত্রী সিলেটের হোটেলে কোয়ারেন্টিনে

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে শঙ্কার মধ্যে লন্ডন থেকে আসা ৪২ যাত্রীকে সিলেটের দুই হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 08:19 AM
Updated : 4 Jan 2021, 09:00 AM

সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটে নামেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

আর বাকি ছয় যাত্রীকে নিয়ে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

হাফিজ আহমদ জানান, বিমানবন্দরে ৪২ জন যাত্রী নামার পরপরই তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য বিআরটিসির তিনটি বাসে করে সরাসরি হোটেলে নেওয়া হয়েছে।

ঢাকায় বাকি ছয়জন যাত্রীকেও একইভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান তিনি।

সিলেট শহরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিক এবং হোটেল হলিগেইটে লন্ডন ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা হয়েছে জানিয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, তারা ঠিকমতো কোয়ারেন্টিন পালন করছেন কিনা তার তদারকি করবেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রতি সোম ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট আসে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ছড়াতে শুরু করার পর গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন, ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে।

সর্বশেষ সোমবার ৪৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সিলেট আসে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি।

পুরনো খবর