মাদারীপুরে বিয়ের শর্তে ধর্ষণ মামলার আসামির জামিন

মাদারীপুরে বিয়ের শর্তে ধর্ষণ মামলার এক আসামি জামিন পেয়েছেন।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 06:46 PM
Updated : 3 Jan 2021, 06:46 PM

পরে আদালত চত্বরে ‘ধর্ষণের শিকার’ তরুণীকে বিয়ে করেছেন রোববার দুপুরে।

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিদ্দিকুর রহমান বলেন, মাদারীপুরের জেলা ও দায়রা জজ নিতাইচন্দ্র সাহা এই অনুমতি দিয়েছেন। এতে ছেলে-মেয়ে ও উভয় পরিবারের সদস্যদের সম্মতি ছিল।

“নিতাইচন্দ্র সাহা এর আগেও বেশ কয়েকটি মামলায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করার জন্য ধর্ষণ মামলার আসামিকে জামিন দেন। সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে ছেলে-মেয়ের বয়স ১৮ বছরের চেয়ে এক-দুই বছর কম হলেও আদালতের অনুমতিতে বিয়ে করার বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী রোববার তাদের বিয়ে হয়।”

ধর্ষণ মামলার এই আসামি মাদারীপুর শহরের বটতলা এলাকার আবদুর রব বেপারীর ছেলে রবিউল বেপারী।

মামলার নথি অনুযায়ী, রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সদর উপজেলার পাঁচখোলা এলাকার এক কিশোরীর। বিয়ের কথা বলে তাকে এই আসামি একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। গত বছর ২৫ নভেম্বর তার বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ তাকে ওই দিনই গ্রেপ্তার করে।

বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর ধরা হয়েছে বলে জানিয়েছেন পিপি সিদ্দিকুর রহমান।