ব্রাহ্মণবাড়িয়ায় শেয়ালের হামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুটি শেয়াল গ্রামে ঢুকে নারী ও শিশুসহ ‘অনেককে’ কামড়ে আহত করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 04:22 PM
Updated : 3 Jan 2021, 04:22 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহতদের চিকিৎসার পর রোববার ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, শনিবার সন্ধ্যায় তার ইউনিয়নের তাজপুর গ্রামে শেয়াল দুটি এই হামলা চালায়।

চেয়ারম্যান বলেন, “সন্ধ্যার দিকে দুটি শেয়াল গ্রামে এসে মানুষকে কামড়ে দেয়। অনেককে ঘরের ভেতরে গিয়ে কামড়েছে। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসন বলেন, “সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর রোববার তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।”

হামলার পর একটি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।