টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র শেখ তোজাম্মেল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন শেখ তোজাম্মেল হক টুটুল।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 02:44 PM
Updated : 3 Jan 2021, 02:44 PM

রোববার যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি মানোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম জানান, একক মেয়র প্রার্থী হিসেবে শেখ তোজাম্মেল হক টুটুল মনোনয়নপত্র দাখিল করেছেন। তার বিপক্ষে কেউ প্রার্থী হয়নি। তাই যাচাই-বছাই শেষে তাকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।