নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 08:37 AM
Updated : 3 Jan 2021, 08:41 AM

রোববার বেলা পৌনে ১১টার দিকে মোগরাপাড়ায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোনারগাঁ,  মেঘনা ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, কনকা ইলেকট্রনিক্সের ওই কারখানায় আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১টার দিকে ওই কারখানার তৃতীয় তলায় আগুনের লাগে। আতঙ্কে কারখানার ভেতর থেকে শ্রমিকরা দৌড়ে বেরিয়ে আসেন।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারখানায় ফ্রিজ ও টিভি তৈরি করা হতো। টিভি ও ফ্রিজ তৈরির পর মজুদ করে রাখা ছিল।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।