ময়মনসিংহে বাসচাপায় এক পরিবারের ছয় জনসহ নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়েছে, যাদের ছয় জন এক পরিবারের।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2021, 07:51 AM
Updated : 3 Jan 2021, 03:28 PM

রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।

নিহতরা হলেন নেত্রকোণার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিনদিন বয়সী নবজাতক, ফারুকের বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবি জোসনা বেগম এবং অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)।

রাকিবুল হাসান ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি নেত্রকোণাগামী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চাপা দেয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে।

নিহতদের স্বজন আলী হোসেন জানান, ১লা জানুয়ারি ফারুক হোসেনের ছেলের জন্ম হয় ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে। তাদের নবজাতক ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।