হবিগঞ্জ ‘সীমান্তে বিএসএফের পাকা ঘর নির্মাণের চেষ্টা’

হবিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফ পাকা ঘর নির্মাণের চেষ্টা করেছে বলে বিজিবি জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 12:43 PM
Updated : 1 Jan 2021, 12:43 PM

বিজিবির ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু বকর বলেন, সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর বাজার এলাকায় ১৯৯৪-৪/এস লিপারের কাছে সীমান্ত এলাকায় বিএসএফ বেআইনিভাবে একটি পাকা ঘর নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠক হয়।

তিনি বলেন, বিজিবি পাকা ঘর নির্মাণে আপত্তি জানালে বিএসএফ মেনে নেয়। পাকা ঘর নির্মাণ করবে না বলে বিএসএফ আশ্বস্ত করে। বৈঠকে দুই দেশের ছয়জন করে প্রতিনিধি অংশ নেন।

ওই এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী এবং এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।