ফরিদপুরে পল্লী কবির জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 08:49 AM
Updated : 1 Jan 2021, 08:49 AM

শুক্রবার সকাল ৯টায় নয়টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এবং  প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরতলী অম্বিকাপুরে কবির সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন ও  মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও শহরে কবি জসীমউদ্দীন হলে সন্ধ্যায় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জসীম উদ্দীনের জন্ম। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থের জন্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।

১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তার পৈত্রিক ভিটার ‘ডালিম গাছের’ তলায় কবিকে দাফন করা হয়।