ফরিদপুরে ‘পারিবারিক বিরোধের সংঘর্ষে’ একজন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2020, 01:52 PM
Updated : 31 Dec 2020, 01:52 PM

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হলে তিনি নিহত হন।

নিহত লাল মিয়া হাওলাদার (৫৫) উপজেলার কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানান, যৌথ মালিকানাধীন একটি দোকান নিয়ে লাল মিয়ার সঙ্গে তার এক চাচাত ভাইয়ের বিরোধ রয়েছে। দোকান ঘরটি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাল মিয়া আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালামৃধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া বলেন, সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে লাল মিয়া মারা যান। বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি লুৎফর বলেন, দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাল মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।