কুমিল্লায় ট্রেনের পথে অটোরিকশা, নিহত ৩

কুমিল্লার শাসনগাছা রেলক্রসিংয়ে এক অটোরিকশায় মালবাহী ট্রেনের ধাক্কায় এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 08:43 AM
Updated : 30 Dec 2020, 08:47 AM

বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইসমাইল হোসেন সিরাজি জানান।

নিহতরা হলেন- দেবিদ্বারের গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০) এবং তাদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী লাকি আক্তার।

কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময় ওই অটোরিকশা রেল লাইনে উঠে পড়ে। সংঘর্ষের পর অটোরিকশাটিকে প্রায় তিনশ গজ ছেঁচড়ে নিয়ে যায় ট্রেন।

অটোরিকশার চার আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ফরিদ মুন্সী মারা যান।

পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লাকি এবং কুমিল্লা মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে পেয়ারা বেগমের মৃত্যু হয় বলে তাদের আত্মীয় হারুন আহমেদ জানান।

রেল পুলিশের পরিদর্শক ইসমাইল বলেন, “ফরিদের লাশ কুমিল্লা মেডিকেকের মর্গে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী ও মেয়ের লাশ ঢাকায় আছে।”

শাসনগাছা রেলক্রসিংয়ে গেইটম্যান থাকার পরও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।