গোপালগঞ্জে ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 07:22 AM
Updated : 30 Dec 2020, 07:22 AM

এ সময় ১৪ কোটি টাকা মূল্যের ১ একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয় বলে গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন জানান।

মঙ্গলবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ও সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মনোয়ার হোসেন বলেন, “সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি জমি থেকে ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৭৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে; এ জমির মূল্য অন্তত ৪ কোটি টাকা।

“পরে শহরের বেদগ্রাম মোড়ে অভিযান চালিয়ে ৩৪ টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বেদগ্রামে ৪০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। এ জমির বাজার দর ১০ কোটি টাকা।“

সহকারী কমিশনার বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির কারণে উচ্ছেদ অভিযান শিথিল হয়েছিল। এখন আমরা ফের উচ্ছেদ অভিযান শুরু করেছি। এ অভিযান আব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সরকারি সব সম্পত্তি উদ্ধার করা হবে।”