ফেনীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর একজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 05:32 AM
Updated : 30 Dec 2020, 05:32 AM

ছাগলনাইয়া থানার এসআই গিয়াস উদ্দিন জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের মুহুরিগঞ্জ সড়কের কালভার্ট এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন (২৫) উপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজি পাড়ার তাজুল ইসলামের ছেলে।

আহত হাফেজ নাসির উদ্দিন উপজেলার চম্পকনগর জামে মসজিদের ইমাম। তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক জমির ও নাসির নামের এক যাত্রী আহত হয়।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে উপজেলার করৈয়া ব্রিজের উপরে ট্রাকসহ চালককে আটক করে।”

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, জমির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় হানপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‍নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।