ট্রাকের সঙ্গে ধাক্কা, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে নিহত ৪

সিলেটের গোলাপগঞ্জে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কার পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 05:00 AM
Updated : 30 Dec 2020, 07:21 AM

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বুধবার ভোরে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বিয়ানীবাজারের চারখাই এলাকার আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৫), কুনু মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও গোলাপগঞ্জের রফিপুর এলাকার মনজুর আহমদের সাত বছরের শিশু হাসান আহমদ।

ওসি বলেন, “সিলেট জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে সিলেট থেকে বিয়ানীবাজারগামী মাইক্রোবাসটি পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায় এবং 

ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় মাইক্রোবাস চালকসহ তিনজন। আর সিলিন্ডার উড়ে গিয়ে এক শিশুর ওপর পড়লে তারও মৃত্যু হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।