সাভারে ‘পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, যুবক আটক

ঢাকার সাভারে ‘পুলিশ’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে কয়েকজন অটোরিকশা চালক।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 12:56 PM
Updated : 29 Dec 2020, 12:56 PM

মঙ্গলবার সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাকের আটক করা হয় বলে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান।

আটক মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকেরহাটের চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিলেন মোহাম্মদ হোসেন।

“আজও [মঙ্গলবার] তিনি চাঁদা আদায় করতে আসেন। চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক অটোরিকশা চালককে মারধর করেন।”

বাহারুল সোহাগ জানান, এই সময় অটোরিকশা চালকসহ স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন। পিটুনিতে আহত হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।