গাজীপুরে ‘ছিনতাইকারী’ ও ‘অজ্ঞান পার্টি’ সদস্য আটক

গাজীপুরে সাত যুবক আটক হয়েছেন, যাদের মধ্যে চারজনকে ‘অজ্ঞান পার্টির’ সদস্য এবং তিনজনকে ‘ছিনতাইকারী’ বলছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 12:35 PM
Updated : 29 Dec 2020, 12:36 PM

সোমবার রাত সাড়ে ১২টার দিকে সালানা এবং সাড়ে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কামান্ডার আব্দুল্লাহ আল-মামুন একথা জানান।  

ছিনতাইকারী সন্দেহে আটকরা হলেন মোগল হোসেন (২৫), নাজমুল হাসান (২৭) ও মো. হাইকুল ইসলাম (১৯)।

অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটকরা হলেন সজীব হোসেন (১৯), রনি হোসেন (১৯), মামুন মিয়া (৪০) ও নাহিম (১৮)।

আব্দুল্লাহ আল-মামুন বলন, সালনা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে সংবাদ পেয়ে সালনা ব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মাহসড়কের উপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

“এ সময় আটকদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাপাতি, একটি সুইচ গিয়ার, নগদ ৫৫০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”

মামুন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তা সড়ক ভবনের সামনে অভিযান চালিয়ে চার অজ্ঞান পার্টির সদস্যদের আটক করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ ২ হাজার ৭৮৫ টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ ছিনতাই এবং অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে আসছিল।

উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।