নাইক্ষ্যংছড়ি দুর্নীতি প্রতিরোধ সভাপতি ‘অস্ত্রসহ’ আটক

বাড়ি থেকে অস্ত্র রাখার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিকে আটক করেছে বিজিবি।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2020, 02:21 PM
Updated : 27 Dec 2020, 02:23 PM

রোববার ভোরে বাইশারী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আব্দুল আজিজ আহম্মদ জানান।

আটক শাহ সিরাজুল ইসলাম (৫০) নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি এবং বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারীর বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল শাহ আব্দুল আজিজ আহম্মদ বলেন, গোপন সংবাদ পেয়ে বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

“এ সময় তার বাড়ি থেকে দেশে তৈরি চারটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন খালেদ বলেন, “আটক হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। কিন্তু সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে জড়িত। এলাকায় তার সুনাম রয়েছে।”

এছাড়া তিনি জেলা সার দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন বলেও তিনি জানান।

উদ্ধার হওয়া অস্ত্র ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।