শেরপুরে বাস বন্ধ

শ্রমিকদের মারধরের অভিযোগে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 02:23 PM
Updated : 25 Dec 2020, 02:23 PM

শেরপুর বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ বলেন, ময়মনসিংহের একটি বাস গত মঙ্গল ও বুধবার শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনালে আটকে দেয় কিছু শ্রমিক। তারা ওই বাসের চালক ও সহকারীকে লাঞ্ছিত করে।

“পরদিন বিকালে শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলোকে ময়মনসিংহে আটকে দেয় সেখানকার শ্রমিকরা। ফলে শেরপুরের বাসগুলো ফিরে আসতে বাধ্য হয়।”

এ কারণে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়ার হয় বলে তিনি জানান।

এতে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

সকালে শেরপুর শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন বাস যাত্রীরা অটোরিকশা ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনে করে জামালপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। ফলে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। খরচও হচ্ছে বেশি।

শেরপুর বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু বলেন, “বহিরাগত কিছু লোক আমাদের বাস চলাচলে সমস্যার সৃষ্টি করছে। এ সমস্যার সমাধান হলেই আমরা বাস চালাব। তবে বাস আমরা বন্ধ করিনি। বাসমালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”