বান্দরবানে ১২ দোকান ভস্মীভূত

বান্দরবান শহরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2020, 12:42 PM
Updated : 24 Dec 2020, 12:42 PM

বৃহস্পতিবার সকালে কেএসপ্রু মার্কেটে এই অগ্নিকাণ্ড হয় বলে জানান বান্দরবান ফায়ার স্টেশনের সহাকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে শহরে কেএসপ্রু মার্কেটে আগুন দেখা যায়। মূর্হুতের মধ্যে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার স্টেশনের কর্মী, রেড ক্রিসেন্ট কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

কামাল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু আগুন নেভানোর মধ্যেই ১২টি দোকান পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে লাইব্রেরি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ওষুধ ও মুদি দোকান ছিল বলে তিনি জানান।

কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

ক্ষতিগ্রস্তরা দোকানিরা কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করলেও তা তদন্তের মাধ্যমে সঠিক পরিমাণ পাওয়া যাবে বলে এই ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।