ফেনীতে খালে অবৈধ মার্কেট উচ্ছেদ

ফেনীতে খালের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 02:57 PM
Updated : 23 Dec 2020, 02:57 PM

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দাউদপুর এলাকায় পাগলীছরা খালের উপর ১২ শতক জায়গায় নির্মাণ করা ৩০টি দোকান উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা ও সহকারী কমিশনার ভূমি (সদর) মো. ফখরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারেন।

ফখরুল ইসলাম জানান, জেলায় ছয়টি নদীসহ প্রায় ৩শর মতো ছোটো-বড়ো খাল রয়েছে। দীর্ঘদিন এসব খাল ও নদী সংলগ্ন স্থানে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি-ঘর নির্মাণ করে দখলে রেখেছে। এতে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

“অবৈধ দখল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন দাউদপুরের পাগলীছরা খালের উপর ১২ শতক জায়গায় নির্মিত ৩০টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, ফেনী পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর এসব স্থাপনা নির্মাণ করে মোটা অংকের অর্থের বিনিময়ে ভাড়া দিয়েছিলেন।