ফেনীর ‘অপহৃত’ স্কুলছাত্রী চার দিনেও উদ্ধার হয়নি

ফেনীর সোনাগাজীর ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজের চার দিনেও উদ্ধার হয়নি, যাকে অপহরণ করা হয়েছে বলে স্বজনের অভিযোগ।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 12:39 PM
Updated : 23 Dec 2020, 12:39 PM

গত রোববার সকালে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে মেয়েটিকে অপহরণ করা হয় বলে তার বাবা থানায় মামলা করেছেন।

মামলায় নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরের জামানসহ তার ৪/৫ জন সহযোগীকে আসামি করা হয়েছে।  

উপজেলার চরদরবেশ ইউনিয়নের বাঘিশপুর গ্রামের এই শিশু স্থানীয় চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

মামলার বরাতে মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, বাঘিশপুর গ্রামের দীঘির পাড়ের বাসিন্দা আবদুস শহীদের ছেলে নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরের জামান স্কুলে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করতেন। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া দেয়নি। এর জেরে গত রোববার (২০ ডিসেম্বর) সকালে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে নূরের জামানের নেতৃত্বে তার ৪/৫ জন সহযোগী মেয়েটিকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

বিষয়টি জানার পর ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন বলে জানান।

সোনাগাজী মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হুসেইন বলেন, প্রযুক্তি ব্যবহার করে অপহরণের হোতার ব্যবহৃত ফোনের কললিস্টের সূত্রে নিশ্চিত হয়েছেন অপহরণকারীরা কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডের পাশে ছাপাপুর গ্রামে অবস্থান করছেন। মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।