নীলফামারীতে গাঁজসহ মাদককারবারী গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে পৌনে চার কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2020, 10:53 AM
Updated : 22 Dec 2020, 10:53 AM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঠাকুরের হাট-ঢেলাপীর সড়ক থেকে গাঁজাগুলো উদ্ধার করা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহীনুর ইসলাম সাহাবুর (২৪) বোতলাগাড়ি ইউনিয়নের হুগলীপাড়া গ্রামের  মো. আজগর আলীর ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস বলেন, বোতলাগাড়ি ইউনিয়ন থেকে মোটর সাইকেলে করে এক ব্যক্তি জেলা সদরের ঢেলাপীরে মাদক নিয়ে যাচ্ছেন গোপন খবরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে তার মোটর সাইকেলে থাকা ব্যাগে তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রাতেই শাহীনুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দ করা গাঁজা, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।  

তিনি বলেন, শাহীনুর দীর্ঘদিন ধরে চোরাই পথে গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক এনে সৈয়দপুরসহ জেলার আশপাশে সরবারহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

সৈয়দপুর থানা পুলিশের পরিদর্শক আবুল হাসনাত খান জানান,‘ গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’