দিনাজপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে গেইটম্যান নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের সাথে ধান বোঝাই ট্রাকের সংঘর্ষে এক রেল গেইটম্যান নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2020, 06:00 AM
Updated : 22 Dec 2020, 06:06 AM

মঙ্গলবার সকাল ৬টায় তার লাশ উল্টে যাওয়া ট্রাকের বস্তার নিচ থেকে উদ্ধার করা হয়। এর আগে রাত ১টায় এ দুর্ঘটনার তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার জানান।

নিহত গেইটম্যাননের নাম সুশান্ত কুমার দাস।

ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার ইস্রাফিল সরকার বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে ১ নম্বর লাইনের প্লাটফর্মে নেওয়া হয়।

একই সময়ে ২ নম্বর লাইনের মালবাহী একটি ট্রেনকে অন্য লাইনে নেওয়ার জন্য লাইন এবং সিগন্যাল দেওয়ার আগেই মালবাহী ট্রেনের চালক ১ নম্বর লাইনে ঢুকে পড়ে।

এ সময় রেল গেইট খোলা থাকায় একটি ট্রাকও ঢুকে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাক লাইনের পাশেই উল্টে যায়। এতে ট্রাকের নিচে বস্তা চাপা পড়ে গেইটম্যান সুশান্ত কুমার দাস মারা যান।

ঘটনার পর গেইটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সকালে উল্টে যাওয়া ট্রাকের বস্তা সরানোর সময় বস্তার নিচ থেকে সুশান্তের মরদেহ পাওয়া যায় বলেন তিনি।