মেহেরপুরে কাউন্সিলরের বাড়িতে ‘শিবিরকর্মীদের বৈঠক’

মেহেরপুর পৌরসভার এক নারী কাউন্সিলরসহ তার বাড়িতে বৈঠক করার সময় ছাত্রশিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 05:22 PM
Updated : 19 Dec 2020, 05:22 PM

জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় শহরের শেখপাড়ার ওই নারী কাউন্সিলরের বাড়ি থেকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, “মেহেরপুর পৌরসভার সংরক্ষিত আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) নারী কাউন্সিলর শিউলি আক্তারের বাড়িতে শিবিরকর্মীরা দীর্ঘদিন ধরে সভা করে আসছিলেন।

“তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সভা করছিলেন। গোয়েন্দা খবরের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়। তারা সেখানে গোপন বৈঠক করছিলেন।”

আটককৃতদের মধ্যে শিউলি আক্তার ও তার ছেলে রয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা সবাই মেহেরপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। সবার নাম-পরিচয় পরে জানানো হবে।