গাজীপুরে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ‘চিনি মনে করে ইঁদুর মারার ওষুধ খেয়ে’ এক শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছে আরও এক শিশু।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 03:30 PM
Updated : 19 Dec 2020, 03:30 PM

কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, শনিবার সকাল ৯টার দিকে দেওলিয়াবাড়ি এলাকায় সনিয়া (৪) নামে এই শিশুটির মৃত্যু হয়।

প্রতীকী ছবি

সনিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তাড়াবাড়ি এলাকার সফিকুল ইসলামের মেয়ে।

এছাড়া অসুস্থ হয়েছে সনিয়ার মামাত বোন কথামনি (৪)। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি সিদ্দিক প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, শিশুদের বাবা-মা পরিবার নিয়ে দেওলিয়াবাড়ি এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থেকে স্থানীয় ঝুট গুদামে কাজ করেন। সকালে বাবা-মায়েরা কাজে যাওয়ার পর শিশুরা খাটের নিচে একটি পাত্রে থাকা চিনির দানার মত ইঁদুর মারার ওষুধ চিনি ভেবে খেলে ফেলে। তারা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে সনিয়া মারা যায়।

কথামনিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান ওসি সিদ্দিক।