গাইবান্ধায় চিনিকল বন্ধের প্রতিবাদ

রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার প্রতিবাদ হয়েছে গাইবান্ধায়।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 01:13 PM
Updated : 19 Dec 2020, 01:13 PM

প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি এক কৃষক আখক্ষেতে আগুন দিয়েছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের সামনে শনিবার দুপুরে তারা এই প্রতিবাদ-সমাবেশ করেন।

তারা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পরে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা।

এ সময় মিল গেট সাবজোনের গোপালপুর গ্রামের জিল্লুর রহমান নামে এক চাষি তার আখক্ষেতে আগুন ধরিয়ে দেন।

পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সোনাতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ক্ষেতের আগুন নিয়ন্ত্রণে আনে।

জিল্লুর রহমান বলেন, “রংপুর চিনিকল বন্ধ করে আমাদের জয়পুরহাট চিনিকলে আখ দিতে বলা হচ্ছে। জয়পুরহাট চিনিকল ছোট। সেখানে দিতে গেলে ছয় মাসেও খেতের আখ শেষ হবে না। ফলে ধান আবাদ করা সম্ভব হবে না। আখ পুড়িয়ে দিলে বোরো মৌসুমে ধান আবাদ করা যাবে।”

আরও পড়ুন