প্রতারণা করে ২ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ২

গোপালগঞ্জ পোস্ট অফিসসহ দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণা করে গ্রাহকের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 04:58 AM
Updated : 19 Dec 2020, 04:58 AM

এরা হলেন- বরিশালের মুলাদি উপজেলার উত্তর পাতারচর গ্রামের মাওলানা আব্দুল হাই তালুকদারের ছেলে রেদোয়ান তালুকদার (৪০) ও খুলনা জেলার রূপসা উপজেলার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামের রব শেখের ছেলে মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫)।

গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান শুক্রবার বিকালে গ্রেপ্তারদের সাংবাদিকদের সামনে হাজির করে এ কথা জানান।

তিনি বলেন, “রেদোয়ান ও আবিদুল চট্টগ্রামের বাশখালিতে ইসলামী ব্যাংক, জামালপুরের সোনালী ব্যাংক, রংপুরের আল-আরাফা ব্যাংক, রাজশাহীর অগ্রণী ব্যাংক ও গোপালগঞ্জ পোস্টঅফিস সহ দেশের বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে প্রতারণার ফাঁদ পেতে গ্রাহকের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে।

“ওইসব থানায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।পরে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তারা জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।