খাগড়াছড়িতে ডাকাতি-ধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

খাগড়াছড়িতে পাহাড়ি পরিবারের বাড়িতে ঢুকে দলবেঁধে ধর্ষণ-ডাকাতির মামলায় নয়জনকে আসামি করে আদালতে অভিযোপত্র দিয়েছে পুলিশ; যার মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2020, 10:05 AM
Updated : 18 Dec 2020, 10:05 AM

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, আসামিদের মধ্যে দুইজন এখনও পলাতক রয়েছে। আর আটকতরা সবাই জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, “অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দেওয়া হয়েছে এবং তার বিচার শিশু আদালতে হবে।”

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে খাগড়াছড়ি সদর উপজেলার বলপেইয়া আদাম গ্রামে এক পাহাড়ি পরিবারের বাড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২৬) দলবেঁধে ধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় তরুণীর মা সদর থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইন ও ডাকাতির ঘটনায় অজ্ঞাত নয়জনকে আসামি করে দুটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।

তারা হলেন- মো. আমিন (৪০), বেলাল হোসেন (২৩), ইকবাল হোসেন (২১), আব্দুল হালিম (২৮), শাহিন মিয়া (১৯), অন্তর (২০) ও আব্দুর রশিদ (৩৭)।

তাদের বাড়ি খাগড়াছড়ির রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা ও খাগড়াছড়ি সদর উপজেলায়