এনজিওকর্মীর কব্জি কেটে ছিনতাই: ৪ জন গ্রেপ্তার

এনজিওকর্মীর হাতের কব্জি কেটে দুই লাখ টাকা ছিনতাইয়ের ৩০ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2020, 01:57 PM
Updated : 17 Dec 2020, 03:13 PM

গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী রুবেল মিয়া (২৬) ও বাদশা মিয়া (২২) ছিনতাইকারী এবং মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬) তাদের সহযোগী বলে র‌্যাবের দাবি।

গত ১৫ ডিসেম্বর এনজিওকর্মী শান্তা আক্তার নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজির মোড়ের অফিসে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দিলে তার হাতের কব্জি কেটে দুই লাখ টাকাভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা এবং শান্তার মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

রুবেল ও বাদশা মিয়া পরিকল্পনা করেই শান্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পশ্চিম কান্দাপাড়ায় সরকারি মহিলা কলেজের সামনে ওঁৎ পেতে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

নানা অভিযোগে রুবেলের বিরুদ্ধে ৪টি, বাদশার বিরুদ্ধে ৮টি এবং মিঠি বেগমের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আসামি চারজনকেই নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।