ফেনীতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘ছাত্রদলের উপর হামলা ছাত্রলীগের’

ফেনীর ফুলগাজী উপজেলায় বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 09:08 AM
Updated : 16 Dec 2020, 09:08 AM

ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের ভাষ্য, বুধবার সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনায় তিনিসহ দলের অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফ বলেন, বিজয় দিবসের প্রথম প্রহরে দলীয় নেতা-কর্মীরা উপজেলা কমপ্লেক্সের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে।

আহতদে র মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বাবু (২৬), ফুলগাজী উপজেলা যুবদলকর্মী মো. ফারুক হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএনপি কর্মী মো. হালিম, পরশুরাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পরশুরাম ছাত্রদলকর্মী জহিরুল ইসলাম, সৈকত ও রাজু রয়েছেন বলে বিএনপির এ নেতা জানিয়েছেন।

এদিকে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া রাশেদ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “শহীদ মিনারে বিশৃঙ্খলা করার সময় পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের বাধা দিয়েছে। নিজেদের কোন্দলের কারণে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।”

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম মজুমদার বলেন, “ছাত্রদলের উপর ছাত্রলীগ কোন হামলা করে নি।”

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন বলেন, “বিএনপি-আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। এতে কেউ আহত হয়নি বা পুলিশ কাউকে আটক করেনি।”