টাঙ্গাইলে শিশু হত্যার অভিযোগে আটক ৪

টাঙ্গাইলে ‘পারিবারিক শত্রুতার জেরে’ দুই বছরের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 04:42 PM
Updated : 15 Dec 2020, 04:42 PM

সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, রাইসা আক্তার নামে এক শিশুকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

রাইসা সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া এলাকার কুয়েত প্রবাসী রাজীব আহমেদ রাজু খানের মেয়ে।

নিহত শিশুর দাদা মোলায়েম খান বলেন, সোমা আক্তার নামে স্থানীয় এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে রাইসার পরিবারের দ্বন্দ্ব চলছিল।

“সোমবার বিকালে রাইসা নিখোঁজ হয়। বরই খাওয়ার কথা বলে রাইসাকে ডেকে নেয় সোমার মেয়ে। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রাইসার লাশ উদ্ধার করে পুলিশ।”

এ ঘটনায় তিনি সোমাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, “পারিবারিক পূর্বশত্রুতার জেরে রাইসাকে হত্যা করা হয়েছে।”

ওসি সাইদুল হক ভূঁইয়া বলেন, রাইসা হত্যায় জড়িত সন্দেহে সোমাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।