চুয়াডাঙ্গায় ব্যাংকের টাকা ছিনতাই: ৪ জন আটক

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের এক মাসের মাথায় চারজনকে ধরেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 12:44 PM
Updated : 15 Dec 2020, 12:44 PM

সোমবার রাতের এই অভিযানে তাদের কাছ থেকে পাঁচ লাখ তিন হাজার টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন জীবননগর উপজেলার দেহাটী গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাফাতুজ্জামান রাসেল (৩০), প্রয়াত আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে মো. রকি (২৩), মফিজুল শাহর ছেলে মাহাফুজ আহম্মেদ আকাশ (১৯) ও সেকেন্দার মন্ডলের ছেলে মো. হাবিবুর (২০)।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের উথলী শাখা থেকে আট লাখ ৮২ হাজার ৯০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।

“এই ঘটনার এক মাসের মাথায় ঘটনার সঙ্গে জড়িত চার আসামিকে আটক করা হয়েছে।”

এই সময় ছিনতাই হওয়া টাকার মধ্যে পাঁচ লাখ তিন হাজার টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি খেলনা পিস্তল, দুটি চাপাতি, দুটি মোটরসাইকেল ও লুট করা টাকায় কেনা একটি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে তিনি জানান।