বিজয় দিবস ঘিরে ব্যস্ত ফুল বিক্রেতারা

বিজয় দিবসকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল বিক্রেতারা।

জিয়া শাহীন বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 11:56 AM
Updated : 15 Dec 2020, 11:56 AM

জেলা শহরের জিরো পয়েন্ট হিসেবে পরিচিত সাতমাথার কাছে শহীদ খোকন পার্ক ঘিরে গড়ে উঠেছে বগুড়ার ফুলের বাজার।  

জাতীয় বিভিন্ন দিবস, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান যেকোনো প্রয়োজনে ফুল কিনতে ভিড় জমে এই মার্কেটে। শুধু শহর নয় জেলার বিভিন্ন উপজেলা থেকেও এখানে লোকজন আসে ফুল কিনতে।

করোনাভাইরাস মহামারীতে এই ফুল মার্কেট অনেকটা নিষ্প্রাণ হয়ে ওঠে। তবে এবার বিজয় দিবসকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে আবার। তাতে হাসিও ফুটেছে দোকানিদের মুখে।

মঙ্গলবার ফুল বাজার গিয়ে দেখা যায়, দোকানগুলোতে বেশ ভিড় জমেছে। দোকান মালিকরাও ব্যস্ত। কর্মচারীরা ফুলের তোড়া বানাতে ব্যস্ত। আগাম অর্ডারও নিচ্ছেন দোকানদাররা। যে যেভাবে ফুলের তোড়া চান তাকে সেভাবেই বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ তৈরি ফুলের তোড়া কিনছে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুল দিয়ে তৈরি হচ্ছে ফুলের তোড়া।

বগুড়া ফুল মার্কেটের মোখলেছুর রহমান বাটু বলেন, ফুল মার্কেটে ১৭টি দোকান এক সারিতে। দুই হাজার থেকে পাঁচশ টাকা পর্যন্ত ফুলের তোড়া বিক্রি হচ্ছে। কেউ কেউ আগেই তৈরি করার অর্ডার দিয়েছে। সকাল থেকে চলছে নুতন অর্ডার, তোড়া তৈরি ও বিক্রি চলছে। 

ফুল দোকানদার অজিত কুমার ঘোষ বলেন, “৫০ হাজার টাকার ফুল যশোর থেকে কিনে এনেছি। তোড়া বানিয়ে বিক্রি করব। শ্রমিক খরচ, বাঁশ এসব বাড়তি।”

হেসে বললেন, “৮০ হাজার টাকা না বিক্রি করলে চলবে?”

এবারের বিজয় দিবস ঘিরে বিক্রির লক্ষ্যমাত্রা এক লাখ টাকা বলে জানান গোলাম রব্বানী নামের আরেক দোকানদার।

ধুনট উপজেলা থেকে ফুলের তোড়া কিনতে এসেছিল আব্দুস সালাম।

তিনি বলেন, তার সংগঠন এবং অন্যদের জন্য মোট পাঁচটি তোড়া কিনেছেন। তবে দাম বেশি।