শেরপুরে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

শেরপুরে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় বাবা- ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 11:29 AM
Updated : 15 Dec 2020, 11:34 AM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- শেরপুর সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের আহসান শেখের ছেলে বাদশা মিয়া (৫৫), তার ছেলে ফকির আলী (৩৫) ও আলিনাপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে হাসমত আলী (৪৫)।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুহুল, ডালিম, নাছির ও রেজাউল করিম ওরফে গামা নামের চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার পাল বলেন, ২০১৫ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে বাদশা মিয়া, ফকির ও হাসমতসহ কয়েকজন লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন তাজেলের ভাই মো. জিয়ার বাদী হয়ে শেরপুর সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১২ জুন সাতজনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।