শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে নওগাঁয় আলোর মিছিল করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। সোমবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ স্মৃতিস্তম্ভে জলন্ত মোমবাতিগুলো রেখে শ্রদ্ধা জানানো হয়।