খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের পর হত্যা: তিন যুবকের ফাঁসির রায়

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 10:08 AM
Updated : 14 Dec 2020, 10:08 AM

সোমবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মহাং আবু তাহের এ রায়ে দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো।

আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরন ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। তারা সবাই খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের বেজাচন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে কম্বল পলাতক রয়েছেন।

নিহত কিশোরী ধনিতা ত্রিপুরা (১৭) ভাইবোনছড়া ইউনিয়নের বড় পাড়া গ্রামের মন মোহন ত্রিপুরা ও স্বরলেখা ত্রিপুরার মেয়ে।

আইনজীবী বিধান কানুনগো জানান, ২০১৯ সালের ১৩ মে ধনিতাকে বাসায় একা রেখে তার বাবা-মা দীঘিনালায় বেড়াতে যান। এ সুযোগে ওই তিন যুবক মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে ধর্ষণ করে হত্যা করে তাকে।

পরদিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা ওই তিনজনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতে ২২ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেয় বলেন সন্তোষ প্রকাশ।