রংপুরে হত্যার দায়ে ২ জনের প্রাণদণ্ড

রংপুরে এক বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

রংপুর পণতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 05:47 PM
Updated : 13 Dec 2020, 05:47 PM

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহেনূর রোববার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামরী বানুরকুটি  গ্রামের আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন (৩৯) ও রংপুরের বদরগঞ্জের মেডিকেল পাড়ার  আব্দুল জব্বারের ছেলে শফিকুল ইসলাম শফি (৩৭)।

আসামিরা পলাতক রয়েছেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বদরগঞ্জে রেজাউল করিম নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায়ে এই রায় দেয় আদালত।

রেজাউলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার চর ঘোষের পাড়া গ্রামে।

আদালতের পিপি জয়নাল আবেদীন অরেঞ্জ মামলার নথির বরাতে  জানান, রেজাউল চাকরি সূত্রে প্রায়ই বদরগঞ্জে যেতেন। তাকে বদরগঞ্জের জামুবাড়ি এলাকায় বাগানে নিয়ে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বদরগঞ্জ থানায় আসামিদের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে। আদালত ২০ জনের সাক্ষ্য নিয়ে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেয় বলে জানান পিপি। আসামিরা গ্রেপ্তার হলে রায় কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করে আদালত।