রংপুরে বিআরটিএ থেকে ৬ ‘দালাল’ আটক

রংপুর বিআরটিএ কার্যালয় থেকে ছয় দালালকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 01:34 PM
Updated : 13 Dec 2020, 01:34 PM

সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, কাচারি বাজার এলাকার বিআরটিএ কার্যালয় থেকে রোববার তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের কাছনা এলাকার শমসের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০), বাহারকাছনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে আবদুর রশিদ (৩১), কেরানীপাড়া এলাকার তমিজ উদ্দীনের ছেলে লিটন সরকার (৪০), একই এলাকার মৃত মেনহাজ উদ্দীনের ছেলে রিজাউল করিম রাজু (৫০), কামারপাড়া এলাকার আবু হানিফের ছেলে মো. হুমায়ন কবির (৩৮) ও রংপুর মেডিকেল কলেজ পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৩১)।

পুলিশ কর্মকর্তা উত্তম প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দালাল চক্রের সদস্যরা বিআরটিএ কার্যালয়ে লাইসেন্স নিতে আসা লোকজনকে সেবা নিতে বাধা দেওয়া ও কার্যালয়ে টেবিলে বসে কাজ করার পাশাপাশি টাকা দাবি করত। সেবা নিতে আসা লোকদের কাছে দালালদের বিরুদ্ধে অভিযোগ আসে।”

পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।