কসবার মেয়রের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা তুলে নিতে এক বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2020, 03:05 PM
Updated : 12 Dec 2020, 03:05 PM

তবে মেয়র অভিযোগ অস্বীকার করেছেন।

কসবা উপজেলার তিনলাখপীর এলাকার বাছির মিয়া নামে এক বৃদ্ধ মেয়র এমরান উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

বাছির মিয়ার অভিযোগ, তার জায়গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পে সরবরাহ করেন মেয়র এমরান উদ্দিন জুয়েল। এ ঘটনায় গত বছরের অক্টোবর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত চারটি ড্রেজার মেশিন জব্দসহ এক লাখ টাকা জরিমানা করে।

“বালি উত্তোলনের ঘটনায় আমাদের তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিপূরণের দাবি করলে তা দিতে অস্বীকার করেন মেয়র। গত বছর নভেম্বর মেয়র ও তার লোকজনসহ ছয়জনের বিরুদ্ধে তিন কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করি আদালতে।”

শনিবার দুপুরে মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে তার অভিযোগ।

তবে মেয়র এমরান উদ্দিন জুয়েল অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “মারধরের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ বিষয়ে কিছুই জানি না।”

এ ঘটনায় এখনও থানায় অভিযোগ দেননি বাছির মিয়া।

কসবা থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে কেউ লিখত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”