সাভারে ‘জাল সার্টিফিকেট চক্রের’ সদস্য আটক

ঢাকার সাভারে একটি ‘জাল সার্টিফিকেট তৈরি চক্রের’ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার পতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2020, 11:34 AM
Updated : 11 Dec 2020, 11:34 AM

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে (অন্ধ মার্কেট) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ হোসেন ওরফে মিঠু (৩২) জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন ওরফে মিঠু প্রয়াত বারেকের ছেলে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের কম্পিউটার পয়েন্ট অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়।

“সেখান থেকে একটি কম্পিউটার সেট, মোবাইল, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়।”

এখান থেকে গ্রেপ্তার রিয়াদ দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।