কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থকদের জয়

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2020, 07:50 AM
Updated : 11 Dec 2020, 07:50 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল হক সরকার।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ব্যানারে সভাপতি পদে অ্যাডভোকেট মুসা মিয়া ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন।

শামসুল হক বলেন, সভাপতি পদে বিজয়ী মুসা মিয়ার প্রাপ্ত ভোট ৭৯টি। আর বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট মো. ফকরুল ইসলাম পেয়েছেন ৭৬টি ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী আমজাদ হোসেন ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঐক্য প্যানেলের অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ৬৭টি ভোট।

অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজীয় হয়েছে ৩ জন। এরা হলেন আমিনুর রহমান মুকুল (৮৫), নুরে আলম সিদ্দিকী (৮৪) ও শফিকুল ইসলাম (৭৫)।

নির্বাচন কমিশনার জানান, কার্যনির্বাহী অপর সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কে এম মাসুদ রানা ও আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল মজিদ আকন্দ সমান সংখ্যক (৭২) ভোট পেয়েছেন। তাই তফসিল ঘোষণা করে পরে এই পদে ভোট গ্রহণ করা হবে।