নাটোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 11:50 AM
Updated : 10 Dec 2020, 11:50 AM

বৃহস্পতিবার দুপুরে নাটোরের দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিত সোহেল সরকারের (২৬) বাড়ি বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে।

আদালতের রাষ্ট্রক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামের লোকমান সরকারের মেয়ে মাহমুদা খাতুন ওরফে মুন্নী (৭) নিখোঁজ হয়। ২০ ডিসেম্বর লোকমান বাদি হয়ে সোহেল ও তার স্ত্রী এবং মাকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে সিআইডি ২০১৬ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে । পরে মামলাটি জেলার দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে।